Friday, October 31, 2025
HomeScrollরাহুল মুখ খুললেই বিড়ম্বনায় পড়ে কংগ্রেস , কটাক্ষ কিরেন রিজিজু্র
Parliamentary Affairs Minister Kiren Rijiju

রাহুল মুখ খুললেই বিড়ম্বনায় পড়ে কংগ্রেস , কটাক্ষ কিরেন রিজিজু্র

রাহুল গান্ধীর কথায় বিব্রত কংগ্রেসের বর্ষীয়ান নেতারাও

ওয়েবডেস্ক- বিহার ভোট (Bihar Assemble Election)  যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলি কটূক্তির বন্যা বয়ে দিচ্ছে। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে।

রাহুল গান্ধীর (Rahul Gandhi)  মন্তব্য ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) ভোটের জন্য বললেই নেচে দেখাবেন’। সেইসঙ্গে তিনি বলেন, বিহারের স্রেফ ভোটের মুখ নীতীশ কুমার, আসল রিমোট কন্ট্রোল রয়েছে বিজেপির হাতে। একের পর এক আক্রমণ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এর পরেই আসরে নামে বিজেপি। অমিত শাহের হুঙ্কার ধুয়ে যাবে বিজেপি। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রাহুল গান্ধী যখনই মুখ খুলেছেন, তখনই দল বিপর্যয়ে পড়েছে।

কিরেণ রিজিজু (Parliamentary Affairs Minister Kiren Rijiju)  বলেন, কংগ্রেসে অন্যান্য নেতারাও রাহুল গান্ধীর কথায় বিব্রত বোধ করেছেন। রিজিজু বলেন, গান্ধী যদি এভাবে কথা বলতে থাকেন, তাহলে এদেশের মানুষ আর  কোনদিনই কংগ্রেস ক্ষমতায় ফিরিয়ে আনবে না। রাহুল গান্ধী যখনই মুখ খোলেন, তখনই কংগ্রেসের লোকজন চিন্তিত। দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু কংগ্রেস ক্রমাগত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন-  ‘ধুয়ে যাবে ইন্ডিয়া ব্লক’ বিহার থেকে সোনিয়া-রাহুলকে নিশানায় শাহি হুঙ্কার

বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেন, ভোটের জন্য সব কিছু করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেচে দেখাতে বললে উনি নেচে দেবেন।‘ রাহুলের এই বক্তব্য ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অমিত শাহের পাল্টা হুঙ্কার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Narendra Modi)  সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রীর মাকে অপমান করেছেন।  ‘ছাঠি মাইয়া’-কে অপমান করেছেন, বলেছেন যারা দেবীর পুজো করেন তারা নাটক করছেন। এর জবাব দেবে বিহার। ইন্ডিয়া ব্লক ধুয়ে যাবে। বিহারের মানুষ তার বদলা নেবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News